The Business Insider

বাজারের সেরা চিনিগুড়া চাল উৎপাদন করছে নাবিল গ্রুপ

নাবিল গ্রুপ

নির্ভেজাল খাদ্য উৎপাদন করে সমৃদ্ধ স্বদেশ গড়ার লক্ষ্যে একনিষ্ঠভাবে কাজ করে যাওয়া নাবিল গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজ  উৎপাদন করছে দেশের সেরা চিনিগুড়া চাল। রাজশাহী জেলার দাউকান্দির ভেড়াপড়া বাজারে অবস্থিত নাবিল গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কের নাবিল অটোরাইস মিলে আমন মৌসুমের চিনিগুড়া চাল উৎপাদনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান নাবিল গ্রুপের চেয়ারম্যান মোঃ জাহান বক্স মন্ডল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএসএফএমও মোহাম্মাদ মশিউর রহমান, সিপিএমও মামুনুর রশিদ, ডিরেক্টর সাপ্লাই চেইন সিব্বির আহমেদ, জেনারেল ম্যানেজার জিল্লুর রহমান, এজিএম আইনাল হক, এজিএম (রাইস বিজনেস) শহিদুল ইসলাম, ম্যানেজার এস এম শিহাবসহ গ্রুপের সর্বস্তরের শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা ও শুভানুধ্যায়ীবৃন্দ।

 নাবিল গ্রুপের চেয়ারম্যান মোঃ জাহান বক্স মন্ডল আরও বলেন, সেবার মনোভাব নিয়ে দেশ ও জাতির কল্যাণে সকল কার্যক্রম পরিচালনার জন্য সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। সেই সাথে নির্ভেজাল খাদ্য উৎপাদন করে সমৃদ্ধ স্বদেশ গড়ার লক্ষ্যে পৌঁছাতে প্রত্যেককে সচেতন হয়ে সহযোগিতা অব্যাহত রাখতে হবে। সবাই যার যার অবস্থান থেকে সচেতন থাকলেই সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব।

নাবিল অটো রাইস মিলের ম্যানেজার কে এইচ মিজানুর রহমান বলেন বলেন, আমরা দেশের বিভিন্ন জায়গা থেকে মানে সেরা ধান বাছাই করে ক্রয় করি। এরপর সেগুলো নিজস্ব রাইস মিলে বাজারজাতকরণের জন্য প্রস্তুত করি। গুণগত মান ও কোয়ালিটি বজায় রাখতে আমরা চাল প্রস্তুতকরনে অত্যাধুনিক মেশিনের সহায়তা নিই, এর মাধ্যমে ধান থেকে ময়লা ও কংকর দূর হয়ে যায়। এরপর তা চালে রূপান্তরিত করে কোনোরকম হাতের স্পর্শ ছাড়াই প্যাকেটিং করে সারাদেশে সাপ্লাই দেই। আমাদের চালের চাহিদা প্রচুর। গুণগত মান বজায় রাখার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি। ভবিষ্যতেও আমরা এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই

প্রসঙ্গত,নাবিল গ্রুপ বর্তমানে বাংলাদেশের ফুড-কমোডিটি ইন্ডাস্ট্রিতে একটি দ্রুত বর্ধনশীল কোম্পানি।

উত্তরবঙ্গের সর্ববৃহৎ কৃষি ভিত্তিক বানিজ্যিক প্রতিষ্ঠান যেটি দেশের উত্তরাঞ্চলের মানুষের জীবন যাত্রা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। খাদ্য পণ্য উৎপাদন, বিপণন ও সরবরাহের ক্ষেত্রে ব্যাপক অবদান রেখে চলেছে তারা। ফ্লাওয়ার মিল, রাইসমিল, ডাল মিল, ফিড মিল, কোল্ড স্টোরেজ, লেয়ার ফার্ম, ক্যাটল ফার্মিং, ট্রেডিং, জুট মিল, সীড ও টিস্যু কালচারসহ মোট ২২টি প্রতিষ্ঠান নিয়ে দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখছে এই কোম্পানি। দেশের উন্নয়নশীল অর্থনীতিতে কৃষি পণ্য আমদানি, উৎপাদন ও বিপনণে কোম্পানিটি দৃঢ় ভূমিকা পালন করেছে। বর্তমানে চারটি মৌলিক খাতে নিজেদের কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হয়েছে তারা। যেগুলো হলো- ট্রেড ভেঞ্চারস, সার্ভিস ভেঞ্চারস, এগ্রো ও ফুড এন্ড বেভারেজেস। এরই পরিপ্রেক্ষিতে নাবিল গ্রুপ হয়ে উঠেছে দেশের শীর্ষ আমদানিকারক প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম। ইতিমধ্যেই ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করেছে রাশিয়া, ইউক্রেন, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, উরুগুয়ে, মায়ানমার এবং ভারতের মতো দেশের সঙ্গে। এছাড়াও নাবিল গ্রুপ আমদানি করছে কয়লা, চুনাপাথর এবং বেলেপাথর।

রাজশাহীর পবা উপজেলার দাউকান্দি গ্রামে অবস্থিত নাবিল ইন্ডাস্ট্রিয়াল পার্কে নাবিল রাইস মিলের পাশাপাশি আরও রয়েছে, ফ্লাওয়ার মিল এবং ডাল মিল। যা বাংলাদেশের মানুষের প্রতিদিনের সুষম খাদ্যের চাহিদা মেটাতে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। গবাদী পশু খাতেও রয়েছে তাদের অবদান । রাজশাহীর পবা উপজেলার মাহিন্দ্র গ্রামে নাবিল গ্রুপ প্রতিষ্ঠা করেছে নাবা ডেইরি অ্যান্ড  ক্যাটেল ফার্ম। যেখানে রয়েছে ২৫০০ এর বেশি উন্নত জাতের গরু। যা দেশের মানুষের মাংস, দুধ এবং দইয়ের চাহিদা মেটাতে কাজ করে যাচ্ছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *