The Business Insider

অনন্য উচ্চতায় নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ

নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ

নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ শিমুল এন্টারপ্রাইজের নেতৃত্বে 2006 সালের প্রথম দিকে এর ব্যবসায়িক যাত্রা শুরু করে। অল্প কিছুদিনের মধ্যেই এই কোম্পানি দেশের শীর্ষ পশুখাদ্য উতপাদক প্রতিষ্ঠানগুলির প্রধান জোগানদাতা হিসেবে জায়গা করে নেয়। যা শিমুল এন্টারপ্রাইজকে দেশের পশুখাদ্য ইন্ডাস্ট্রিতে স্থায়ী ভিত্তি গড়ে দেয়। ২০১০ সালের মধ্যেই শিমুল এন্টারপ্রাইজ দেশে আরও কিছু উল্লেখযোগ্য ব্যবসা প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে নাবিল গ্রুপ হিসেবে সম্প্রসারিত হয়। চাল, ডাল, আটা ও পশুখাদ্যের মিল, সবজি ও বীজ উৎপাদন, কোল্ড স্টোরেজ, ডিম ও মুরগীর ফার্ম, গবাদী পশু ফার্ম, ট্রেডিং, জুট মিল, এবং টিস্যু চাষের কার্যক্রমসহ 22টি উদ্যোগের সমন্বয়ে নাবিল গ্রুপ জাতীয় বৃদ্ধিতে উল্লেখযোগ্যভাবে অবদান রাখছে।

বর্তমানে চারটি মৌলিক শাখায় সকল ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে নাবিল গ্রুপ। যেগুলি হলো, ট্রেড ভেঞ্চারস, সার্ভিস ভেঞ্চারস, এগ্রো ও ফুড এন্ড বেভারেজেস। নাবিল ট্রেড ভেঞ্চারের অধীনে শিমুল এন্টারপ্রাইজ, নাবিল ট্রেডিং এনজিআই ট্রেড ভেঞ্চারের মতো প্রতিষ্ঠান রয়েছে। নাবিল এগ্রোর অধীনে রয়েছে নাবিল ফিড মিলস, আইএনএনএ এগ্রোটেক লিমিটেড, নাবা ক্রপ কেয়ার লিমিটেডের মতো প্রতিষ্ঠান গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছে। নাবিল ফুড এন্ড বেভারেজেসের অধীনে রয়েছে নাবিল অটো রাইস মিল, ফাওয়ার মিল, ডাল মিল, ভোজ্য তেল মিল ইত্যাদি। এছাড়াও নাবিল ট্রান্সপোর্ট, নাবিল কোল্ড স্টোরেজ, রেজা কোল্ড স্টোরেজ এবং আনোয়ারা জাহান বকস ফাউন্ডেশনের মাধ্যমে নাবিল গ্রুপ দেশের পরিসেবা খাতেও সুনাম অর্জন করেছে।

নাবিল ট্রেড ভেঞ্চারের প্রথম কোম্পানি শিমুল এন্টারপ্রাইজ প্রতিষ্ঠিত হয়েছিল ২০০৬ সালে মাত্র ৫ লক্ষ টাকা পুঁজি করে। নাবিল গ্রুপের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম বাবা জাহান বকস মন্ডলের কাছ থেকে ৫ লক্ষ টাকা নিয়ে নিজগ্রাম রাজশাহীর ভেড়াপাড়ায় প্রতিষ্ঠা করেন শিমুল এন্টারপ্রাইজ। গত পনেরো বছরের অক্লান্ত পরিশ্রম আর সততার ফলে সেই স্বপ্ন আজ মহীরুহের আকার ধারন করেছে। নাবিল গ্রুপের পশুখাদ্য শাখা দেশের শীর্ষ পশুখাদ্য উৎপাদক প্রতিষ্ঠান হিসেবে জায়গা করে নিয়েছে।

বর্তমানে বাংলাদেশের ফুড-কমোডিটি ইন্ডাস্ট্রিতে নাবিল গ্রুপ একটি দ্রুত বর্ধনশীল কোম্পানি।

ফ্লাওয়ার মিল, রাইসমিল, ডাল মিল, ফিড মিল, কোল্ড স্টোরেজ, লেয়ার ফার্ম, ক্যাটল ফার্মিং, ট্রেডিং, জুট মিল, সীড ও টিস্যু কালচারসহ মোট ২২টি প্রতিষ্ঠান নিয়ে দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখছে এই কোম্পানি। ২০০৬ সালের সেই ছোট্ট ট্রেড ভেঞ্চার এখন বাংলাদেশের দীর্ঘতম কৃষিভিত্তিক শিল্প উদ্যোগের অংশীদার। দেশের উন্নয়নশীল অর্থনীতিতে কৃষি পণ্য আমদানি, উৎপাদন ও বিপনণে নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ দৃঢ় ভূমিকা পালন করেছে। সম্পর্ক স্থাপন করেছে রাশিয়া, ইউক্রেন, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, উরুগুয়ে, মায়ানমার এবং ভারতের মতো দেশের সঙ্গে। এছাড়াও নাবিল গ্রুপ আমদানি করছে কয়লা, চুনাপাথর এবং বেলেপাথর।

রাজশাহীর পবা উপজেলার দাওকান্দি গ্রামে অবস্থিত আছে নাবিল ইন্ডাস্ট্রিয়াল পার্ক। যাতে রয়েছে নাবিল রাইস মিল, ফ্লাওয়ার মিল এবং ডাল মিল। যা বাংলাদেশের মানুষের প্রতিদিনের সুষম খাদ্যের চাহিদা মেটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া পোলট্রি খাতেও রয়েছে নাবিল গ্রুপের সমান পদচারনা। মালয়েশিয়ান ও ইটালিয়ান টেকনোলজি সমৃদ্ধ রাজশাহীর গোদাগাড়ি উপজেলার ঝিকাপাড়ায় অবস্থিত নাবিল গ্রুপের নাবা ফার্ম প্রতিদিন উৎপন্ন করে যাচ্ছে ৮ লাখেরও বেশি স্বাস্থ্যকর জৈববান্ধব ডিম।

গবাদী পশু খাতেও পিছিয়ে নেই নাবিল। রাজশাহীর পবা উপজেলার মাহিন্দ্র গ্রামে নাবিল গ্রুপ প্রতিষ্ঠা করে নাবা ডেইরি এন্ড ক্যাটেল ফার্ম। যেখানে রয়েছে ২৫০০ এর বেশি উন্নত জাতের গরু। যা দেশের মানুষের প্রিমিয়াম মাংস, দুধ এবং দইয়ের চাহিদা মেটাতে কাজ করে যাচ্ছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *