দেশের উত্তরাঞ্চলে কৃষি শিল্পে নেতৃত্ব দানকারী প্রতিষ্ঠান নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ দেড় যুগ ধরে খাদ্য পণ্য উৎপাদন, বিপণন ও সরবরাহের ক্ষেত্রে ব্যাপক অবদান রেখে চলেছে। নাবিল গ্রুপের চেয়ারম্যান জাহান বকস মন্ডল ছিলেন একজন সাধারন আলু ব্যবসায়ী। তিনি উচ্চশিক্ষার ছোঁয়া না পেলেও সন্তানদের ক্ষেত্রে কোনো ত্রুটি করেননি। তার ছেলে মোহাম্মদ আমিনুল ইসলাম কৃষি বিষয়ে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করে চাকরির পরিবর্তে উদ্যাক্তা হওয়াকেই নিজের ভবিষ্যত হিসেবে বেছে নেন। বাবা জাহান বকস মন্ডলের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা নিয়ে নিজগ্রাম রাজশাহীর ভেড়াপুরায় ট্রেডিং বিজনেস শুরু করেন। তার স্বপ্ন ছিল বড়। লক্ষ ছিল সুদুরপ্রসারী। যার ফল স্বরুপ তিনি প্রতিষ্ঠা করেন শিমুল এন্টারপ্রাইজ। গত পনেরো বছরের অক্লান্ত পরিশ্রম আর সততার ফলে সেই স্বপ্ন আজ মহীরুহের আকার ধারন করেছে। নাবিল গ্রুপের পশুখাদ্য শাখা দেশের শীর্ষ পশুখাদ্য উৎপাদক প্রতিষ্ঠান হিসেবে জায়গা করে নিয়েছে।
বর্তমানে বাংলাদেশের ফুড-কমোডিটি ইন্ডাস্ট্রিতে নাবিল গ্রুপ একটি দ্রুত বর্ধনশীল কোম্পানি। ফ্লাওয়ার মিল, রাইসমিল, ডাল মিল, ফিড মিল, কোল্ড স্টোরেজ, লেয়ার ফার্ম, ক্যাটল ফার্মিং, ট্রেডিং, জুট মিল, সীড ও টিস্যু কালচারসহ মোট ২২টি প্রতিষ্ঠান নিয়ে দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখছে এই কোম্পানি। ২০০৬ সালের সেই ছোট্ট ট্রেড ভেঞ্চার এখন বাংলাদেশের দীর্ঘতম কৃষিভিত্তিক শিল্প উদ্যোগের অংশীদার। দেশের উন্নয়নশীল অর্থনীতিতে কৃষি পণ্য আমদানি, উৎপাদন ও বিপনণে নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ দৃঢ় ভূমিকা পালন করেছে। বর্তমানে চারটি মৌলিক খাতে নিজেদের কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হয়েছে নাবিল গ্রুপ। যেগুলি হলো, ট্রেড ভেঞ্চারস, সার্ভিস ভেঞ্চারস, এগ্রো ও ফুড এন্ড বেভারেজেস। এরই পরিপ্রেক্ষিতে নাবিল গ্রুপ হয়ে উঠেছে দেশের শীর্ষ আমদানিকারক প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম। ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করেছে রাশিয়া, ইউক্রেন, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, উরুগুয়ে, মায়ানমার এবং ভারতের মতো দেশের সঙ্গে। এছাড়াও নাবিল গ্রুপ আমদানি করছে কয়লা, চুনাপাথর এবং বেলেপাথর।
রাজশাহীর পবা উপজেলার দাওকান্দি গ্রামে অবস্থিত আছে নাবিল ইন্ডাস্ট্রিয়াল পার্ক। যাতে রয়েছে নাবিল রাইস মিল, ফ্লাওয়ার মিল এবং ডাল মিল। যা বাংলাদেশের মানুষের প্রতিদিনের সুষম খাদ্যের চাহিদা মেটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া পোলট্রি খাতেও রয়েছে নাবিল গ্রুপের সমান পদচারনা। মালয়েশিয়ান ও ইটালিয়ান টেকনোলজি সমৃদ্ধ রাজশাহীর গোদাগাড়ি উপজেলার ঝিকাপাড়ায় অবস্থিত নাবিল গ্রুপের নাবা ফার্ম প্রতিদিন উৎপন্ন করে যাচ্ছে ৮ লাখেরও বেশি স্বাস্থ্যকর জৈববান্ধব ডিম।
গবাদী পশু খাতেও পিছিয়ে নেই নাবিল। রাজশাহীর পবা উপজেলার মাহিন্দ্র গ্রামে নাবিল গ্রুপ প্রতিষ্ঠা করে নাবা ডেইরি এন্ড ক্যাটেল ফার্ম। যেখানে রয়েছে ২৫০০ এর বেশি উন্নত জাতের গরু। যা দেশের মানুষের প্রিমিয়াম মাংস, দুধ এবং দইয়ের চাহিদা মেটাতে কাজ করে যাচ্ছে।
নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের স্বপ্ন হলো কৃষিখাতে সম্পুর্ন স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা। তাই নাবিল গ্রুপের গবেষনা দল নিজস্ব গবেষনাগারে ভুট্টা, টমেটো, বেগুন ও মটরশুটিসহ বিভিন্ন স্বাস্থ্যকর সবজির উন্নত বীজ তৈরিতে কাজ করে যাচ্ছে। এছাড়াও উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে নাবিল তৈরি করেছে উন্নত প্রযুক্তির এগ্রিকালচার গ্রিন হাউজ। যা একটি পরিচ্ছন্ন, স্বনির্ভর ও ইকো ফ্রেন্ডলি বাংলাদেশ উপহার দিতে বিশেষ ভুমিকা রাখবে।
পথচলার প্রায় দুই দশকে পণ্যের গুনগত মান ছিল নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রধান শক্তি। যা একটি স্বাস্থ্যকর বাংলাদেশ গড়তে এবং বাংলাদেশের কৃষি খাতকে আরও বহুদুর নিয়ে যেতে কাজ করে যাবে।